শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় নাইটক্লাবে গিয়ে ১৫ জন করোনায় আক্রান্ত

নাইটক্লাবে গিয়ে কমপক্ষে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেতে। করোনার প্রকোপ অনেকটা কমে আশার ফলে লকডাউন শিথিলের পর এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সরকার।

 শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কর্তৃপক্ষ।

সিউল শহরের কর্মকর্তারা জানান, তারা ইতোমধ্যে নাইট ক্লাবে যাওয়া ১ হাজার ৫শ জনের একটি তালিকা করেছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে যারা নাইটক্লাবে গেছেন তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার নির্দেশও দিয়েছে দেশটির সরকার। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক জিওং ইউন-কিউং জানান, ওই জায়গাগুলো বিপজ্জনক। আমরা সেগুলো নিয়ে দুশ্চিন্তায় আছি।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুসারে, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮২২ জন । মারা গেছেন ২৫৬ জন।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  বিতর্কিত বিল পাসে উত্তাল আসাম

সংবাদটি শেয়ার করুন