শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১৭ দিনের নবজাতক কোলে ৫০০ কিমি হেঁটে বাড়ি ফিরলেন মা

দেড় মাস ধরে চলা লকডাউনে গাড়ি না পেয়ে ১৭ দিনের নবজাতক কোলে নিয়ে পায়ে হেঁটে এক মায়ের ৫০০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার ঘটনা ঘটেছে। এটি ঘটেছে প্রতিবেশি দেশ ভারতে।

ওই নবজাতক কোলে নিয়ে খেয়ে না খেয়ে সেই নারী মুম্বাই থেকে বিদর্ভ অঞ্চলের ওয়াশিম পর্যন্ত হেঁটে গিয়েছেন বলে জানিয়েছেন ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

চলমান করোনা সংকটের মধ্যেই মুম্বাইয়ের একটি হাসপাতালে সন্তান জন্ম দেন ওই নারী। মুম্বাইয়ে তার কোন স্বজন নেই বলে নিজের বাড়ি ওয়াশিমে যাওয়া জরুরি হয়ে পড়েছিল তার। হাসপাতাল থেকে ছাড়পত্র মিললে ১৭ দিন বয়সী সন্তানকে বুকে জড়িয়ে বাড়ির পানে রওনা হন তিনি। তবে মুম্বাইয়ে কোনো গাড়ি না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। কোলের শিশুকে নিয়ে গাড়িতে বিদর্ভে ফেরার অনুমতি চেয়ে পুলিশের কাছে আকুল আবেদন করেন। কিন্তু পুলিশ তার সেই আবেদন পাত্তা দেয়নি। পরে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত পায়ে হেঁটে বাড়ির দিকে যাত্রা শুরুর সিদ্ধান্ত নেন ওই নারী। পথে অনেক ক্লান্তি শেষে ৫০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে শেষে বাড়ি ফেরেন।

জানা গেছে, এই ঘটনা শুধু ওই নারীর বেলায়ই নয় চলতি সপ্তাহে বাড়ি ফিরতে অসংখ্য আটকে পড়া শ্রমিকদের অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়েছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, সম্প্রতি মহারাষ্ট্রে আটকে পড়া ২০ জন শ্রমিকের একটি দল ৪৮০ কিলোমিটার পথ পায়ে হেঁটে নিজেদের বাড়ি পৌঁছান। সেই দলে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্বের শীর্ষ ধনী নারী ম্যাকেঞ্জি স্কট

এনডিটিভিকে ওই নারী জানিয়েছিলেন, টানা ১২ ঘণ্টা বিশ্রামহীন হেঁটেছেন তিনি। ট্রেনে চড়ার ভাড়া ছিল না তার কাছে।

সংবাদটি শেয়ার করুন