শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিথিলে বেপরোয়া নগরবাসী, মানছে না স্বাস্থ্যবিধি

বিশ্বময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিভিন্ন বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল হচ্ছে। খুলছে ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

পাড়া-মহল্লা ও ফুটপাতে খুলছে দোকানপাট। বাড়ছে রাস্তায় মানুষের উপস্থিতি। সড়কে ব্যস্ততা যানবাহনের। ব্যাংকের সামনে গ্রাহকের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে বিভিন্ন এলাকায়। ভিআইপি সড়কসহ পুরো শহর জুড়ে চলছে রিকশার রাজত্ব।

তাছাড়া ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও দিন দিন বাড়ছে। এমনকি কিছু কিছু জায়গায় ট্রাফিক জ্যামও দেখা গেছে। কিন্তু স্বাস্থ্যবিধির তেমন কোন তোয়াক্কা নেই মানুষের মধ্যে।

এরই মধ্যে জোহরের ওয়াক্ত থেকে মসজিদে নামাজ পড়ার অনুমতি মেলায় রাজধানীর বিভিন্ন এরিয়ার মসজিদগুলোতে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি। তবে এখন পর্যন্ত শারীরিক দূরত্ব বজায় রেখেই নামাজ পড়ছেন মুসল্লিরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যতই দিন যাচ্ছে রাজধানীর রাস্তায় যানবাহনের পরিমাণ ততই বাড়ছে। এর মূল কারণ এক্ষেত্রে প্রশাসনের কড়াকড়ি অনেকটাই শিথিল হয়ে এসেছে। যেসব জায়গায় আগে থেকে তল্লাশি করা হতো, সেখানে কোনো তল্লাশি নেই।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  আত্মহত্যায় প্ররোচনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

সংবাদটি শেয়ার করুন