শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে বাতিল হলো জি-২০ বৈঠক

করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের ফলে বাতিল হয়ে গেল বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০ এর ভিডিও বৈঠক। করোনাভাইরাস নিয়ে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বিবাদ শুরু হয়েছে, তার জের ধরে বৈঠকটি বাতিল হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

শুক্রবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেই বৈঠক আর অনুষ্ঠিত হয়নি। এতে অংশ নেওয়ার কথা ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে খুব শিগগির হয়তো বৈঠকটি ফের আয়োজন করা হতে পারে বলে জানা যায়।

জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয়টি নিয়ে যদি যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় আসতে পারে তাহলে খুব শিগগির আবার সম্মেলনটি অনুষ্ঠিত হতে পারে

এর আগে, গত ২৬শে মার্চ জি-২০ নেতারা করোনা মোকাবিলায় করণীয় নিয়ে প্রথম ভিডিও কনফারেন্স করেছিলেন। সে সময় দেশগুলো অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে পাঁচ হাজার কোটি ডলারের একটি প্যাকেজের বিষয়ে একমত হয়েছিল।দ্বিতীয় বৈঠকটি হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে তা বাতিল হয়ে গেল।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  চীনে করোনা-ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে

সংবাদটি শেয়ার করুন