শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল নিয়ে অনিশ্চয়তা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ভারতে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বুধবার আইপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার এই ঘোষণা দিয়েছে বিসিসিআই।

করোনাভাইরাসের কারণে ভারতে ২১ দিনের লকডাউন শেষ হয়েছে ১৪ এপ্রিল। ২৯ মার্চ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও সেটা পিছিয়ে ১৫ এপ্রিল শুরুর কথা জানানো হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লকডাউনের সময়সীমা বাড়ানোর ফলে আইপিএল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

পিটিআই-এর তথ্য অনুযায়ী মঙ্গলবারই বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে আইপিএল। পরে বিসিসিআই জানায়, যে সময়ের মধ্যে আইপিএল হওয়ার কথা ছিল এখন আর সেই উইন্ডোতে হওয়ার কোনও সুযোগ নেই।

বিসিসিআই সব স্টেকহোল্ডার এবং আট ফ্র্যাঞ্চাইজি ও ব্রডকাস্টার্সদের জানিয়ে দিয়েছে, ইভেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকছে কিন্তু বাতিল হচ্ছে না।

আনন্দবাজার/ডব্লিউ এস 

আরও পড়ুনঃ  ১১৭ রান করলেই ফাইনালে চট্টগ্রাম

সংবাদটি শেয়ার করুন