শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৭০ পরিবারের পাশে বিশ্বকাপজয়ী পেসার

বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। পুরো দেশের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে আছে। তাই দিশেহারা হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। এমন আবস্থায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ৭০ পরিবারের মাঝে। ফেসবুকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা অনেকে গরিব অসহায় মানুষের সাহায্যে আগেই এগিয়ে এসেছেন। থেমে নেই জুনিয়র ক্রিকেটাররাও। বুধবার দুপুরে নিজ এলাকার ৭০ টি গরিব অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পেসার শরিফুল ইসলাম।

শরিফুল ইসলাম জানান, ‘গরিব অসহায়দের পাশে একটু দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের সবার উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। এটা কোনো লোক দেখানো কাজ নয়। আমাকে দেখে আরও কয়েকজন যাতে উৎসাহিত হয় অসহায় মানুষের পাশে দাঁড়ায় সেটা আশা করি।’

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  রাতে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে যারা

সংবাদটি শেয়ার করুন