রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেরে ফেলা হলো সেই ডলফিনদের !

পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকতে খলা করতে আসা ডলফিনের পুরো দলটিকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে জেলেরা জালে আটকিয়ে  ১০-১২টা ডলফিনের দলটিকে হত্যা করেছে। আজকেও কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরো একটি মৃত ডলফিন। এই ডলফিনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও জাল আটকানো আছে।

স্থানীয়রা বলছেন, সাগরে মাছ ধরার সময় জেলেরা ফাঁদ পেতে ডলফিনগুলো হত্যা করে। কারন হিসেবে বলছেন, ডলফিন খাদ্য সংগ্রহের জন্য মাছের ঝাঁকের পেছনে থাকে। আর জেলেরাও বিষয়টা জানে। মাছধরার জন্য তাঁরা সাগরের ডলফিনের দলটা চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে। এসময় জেলেদের জালে আটকা পড়া ডলফিনগুলোকে জাল থেকে বের করতে হত্যা করা হয়। কিছু ডলফিন জালে আটকানো রেখে জালসহ কেটে দিয়ে মেরে ফেলা হয়।

আজ মৃত ডলফিনগুলো কক্সবাজারের সৈকতে ভেসে আসছে। প্রত্যেক ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন ও জালের আঘাত রয়েছে। এমনকি শরিলে ছেঁড়া জাল আটকানো অনেক মৃত ডলফিনও ভেসে আসছে। টেকনাফ উপকূলে দুটি মৃত ডলফিন ভেসে আসার পরে আজও কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে আরো একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এছাড়াও সাগরে আরো ৫-৭ টি মৃত ডলফিন ভাসতে দেখেছেন বলে জানিয়েছেন জেলেরা।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  ১৪ সেপ্টেম্বর: টেলিভিশনে খেলার সূচি

সংবাদটি শেয়ার করুন