প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার যুক্তরাষ্ট্রে আরও তিন বাংলাদেশি মারা গেছেন।
সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স ছিল ৭৫ বছর। শনিবার তার নিজের উডসাইডের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কয়েক ঘণ্টা পর তিনি মারা যায়।
এছাড়া শনিবার আরও দই জন করোনায় মারা গিয়েছেন। এর মধ্যে একজন এস্টোরিয়ার বাসিন্দা সাবেক ক্রিকেটার ইকবাল হক ভূঁইয়া। ৬৫ বছর বয়স ছিল তার। শুক্রবার আটলান্টিক সিটির একটি হাসপাতালে ভর্তি করা ইকবাল হককে। শনিবার দুপুরে সেখানেই তিনি মারা গেছেন।
কুইন্সের উডসাইডের বাসিন্দা আতাউর রহমান আতাই একই দিনে করোনায় মারা গেছেন। তার বয়স ছিল ৭০ বছর।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ৬৮ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। এর মধ্যে মিশিগানে একজন, নিউজার্সিতে তিনজন এবং নিউইয়র্কে ৬৪ জন মারা গিয়েছে।
আনন্দবাজার/এস.কে