শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে ১ বছর সামাজিক জীবন বিচ্ছিন্ন থাকবে

করোনা প্রতিরোধে যুক্তরাজ্য এক বছরের জন্য সমাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। এমনটি বলা হয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে।

যুক্তরাজ্য সরকারের একজন উপদেষ্টার বরাত দিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়েছে, উপদেষ্টা পরামর্শ দিয়েছেন, মহামারি রোধে সামাজিক দূরত্ব মেনে চলার বিকল্প নেই। এ বিষয়ে সরকারকে আরও কঠোর হতে হবে। এছাড়া মানুষ যাতে বাড়িতে বসে কাজ করতে পারে ও জনসমাবেশ এড়িয়ে চলতে পারে- সেটিও নিশ্চিত করতে হবে।

এমন পরামর্শের পর পরই বরিস জনসনের সরকার দেশটির বড় বড় অনুষ্ঠান বাতিল করেছে। এছাড়া বার, রেস্তোঁরা, সিনেমা, জিম ও নাইটক্লাব বন্ধের নির্দেশ দিয়েছে।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দয়া করে সবাই এ নির্দেশ মেনে চলবেন।

আরও পড়ুনঃ  চীনের ভ্যাকসিন ব্যবহারে ডব্লিউএইচও'র সম্মতি

সংবাদটি শেয়ার করুন