শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে এলো ২০০ টাকার স্মারক নোট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাজারে এসেছে ২০০ টাকা মূল্যমানের নোট। মুজিববর্ষের শুরুতে আজ সারাদেশে প্রথমবারের মতো এই নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছিলেন, বাজারে প্রচলিত নোটগুলোর মতোই ২০০ টাকার নোট ছাড়া হবে। আগামী মাসে স্মারক ও প্রচলিত-দুই ধরনের ২০০ টাকার নোট ছাড়া হবে, তবে ২০২১ সাল থেকে নিয়মিত নোট বাজারে থাকবে।

জাতির পিতার জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রাও ছাড়া হয়েছে যাচ্ছে। স্মারক নোট হওয়ায় ২০০ টাকার নোটের ওপর ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা রয়েছে। তবে ২০২১ সালে যে নোট আসবে তাতে এমন কিছু লেখা থাকবে না।

আনন্দবাজার/ডব্লিউ এস 

আরও পড়ুনঃ  হুন্ডি ঠেকাতে নতুন কৌশল

সংবাদটি শেয়ার করুন