শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ক্রিকেটের ট্রেডমার্ক মাশরাফির জার্সি

বাংলাদেশের জয়টা ছিল শুধু সময়ের ব্যাপার। সবারই তাই আগে থেকেই প্রস্তুতি ছিল। সাইফুদ্দিনের বলে জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান চার্লটন শুমা আউট হতেই সতীর্থরা এগিয়ে এসে, জড়িয়ে ধরলেন। সবাই মিলে প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে উপরে তুললেন। তামিম ইকবালের কাঁধে চড়ালেন মাশরাফিকে। এরপরই শুরু হলো চমকপ্রদ ব্যাপার। সব খেলোয়াড়রা গায়ে চাপালেন এক বিশেষ জার্সি। যার সামনে লেখা, ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন’ এবং পেছনে মাশরাফির নাম ও নম্বর।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ট্রেডমার্ক হয়ে আছে মাশরাফির ২ নম্বর জার্সি। সেই জার্সির মাহাত্ম বোঝালেন বাংলাদেশ দিলের ক্রিকেটাররা।

সতীর্থদের কাছ থেকে এমন আয়োজন চিন্তাও করেননি অধিনায়ক মাশরাফি। খানিকটা চমকে গিয়েছিলেন তিনি। মাশরাফি সাথে সাথে জানান, ‘এটা অনেক বড় সম্মান আমার জন্য। সম্ভবত শেষ ম্যাচে এই মাঠেই সবচেয়ে সেরা উপহার পেয়েছি (দলের জয়)। জাতীয় ক্রিকেট বোর্ড, আমাদের ছেলেরা, সবাই ছিল দারুণ। সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

আরও পড়ুনঃ আজ ঐতিহাসিক ৭ মার্চ

সবশেষে দলের সকলের সাইন করা একটি জার্সি উপহার দেওয়া হয় মাশরাফিকে।

 

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  ডব্লিউএফপির শুভেচ্ছাদূত নির্বাচিত হলেন তামিম ইকবাল

সংবাদটি শেয়ার করুন