ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক জাফর ওয়াজেদকে সংবর্ধনা জানালো নোবিপ্রবি

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সংবর্ধনা দেয়া হয়েছে৷ নোবিপ্রবি শিক্ষক সমিতি উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আজ বুধবার (৬ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয় একাডেমিক ২ এর ভিডিও কনফারেন্স কক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জাফর ওয়াজেদকে উত্তরীয় এবং সম্মাননা স্মারক প্রদান করেন।

পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা এবং বিভিন্ন ইতিহাস তুলে ধরে আলোচনা উপস্থাপন করেন সংবর্ধিত সাংবাদিক পিআইবি মহাপরিচালক  জাফর ওয়াজেদ। এসময় তিনি মুক্তিযুদ্ধের সময় এর বিরুদ্ধে অবস্থান নেয়া সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের ইতিহাস উপস্থাপন করে আলোচনা পেশ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. মাজনুর রহমান এবং সাবেক স্পীকার আব্দুল মালেক উকিল হল প্রভোস্ট ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ ।

নোবিপ্রবি শিক্ষক সালাউদ্দিন পাঠান ও সাহানা রহমানের সঞ্চালনায় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ড. মো আনিসুজ্জামান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন