শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্ব শেয়ারবাজারে দরপতন

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বড় ধরনের আর্থিক মন্দার কবলে পড়তে যাচ্ছে বিশ্ব। আজ শুক্রবার বিভিন্ন দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছে। এরই মধ্যে ২০০৮ সালে বৈশ্বিক মন্দার পরে আজই (২৮ ফেব্রুয়ারি) সবচেয়ে বেশি দরপতনের ঘটনা ঘটলো।

আন্তর্জাতিক ভ্রমণ ও সরবরাহ ব্যবস্থায় সংকট দেখা দেয়ার কারণে মন্দার কবলে পড়তে পারে যুক্তরাষ্ট্র এবং ইউরো জোন। গতকাল বৃহস্পতিবার মার্কিন শেয়ারবাজারে সূচক ৪ শতাংশ পড়েছে। এদিকে শুক্রবার দরপতন ঘটেছে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে।

এদিন জাপানের শেয়ারবাজার নিক্কেইতে সূচকের পতন হয়েছে ৪ দশমিক ১২ শতাংশ। সিডনির এএসএক্স২০০ তে সূচকের পতন হয়েছে ৩ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক হারিয়েছে ২ দশমিক ৮৭ শতাংশ এবং হংকংয়ে  সূচক কমেছে ২ দশমিক ৫ শতাংশ।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন পর্যন্ত ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে। আর এ ভাইরাসে  ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ২৮৫৮ জন।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  প্রণোদনা সুবিধা থাকায় বাড়ছে বিনিয়োগ

সংবাদটি শেয়ার করুন