ঢাকা | মঙ্গলবার
২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রণোদনা সুবিধা থাকায় বাড়ছে বিনিয়োগ

বাংলাদেশ এখন বিদেশী ব্যবসায়ীদের কাছে বিনিয়োগের আগ্রহের জায়গা। ডিজিটাল প্রযুক্তি সুবিধা, বিনিয়োগের ভরসা ও স্থিতিশীল পরিবেশ থাকায় ব্যবসায় আরও বেশি এগিয়ে আসছেন বিদেশী বিনিয়োগকারীরা। বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল ও প্রণোদনা সুবিধা থাকায় সরকারি ও বেসরকারি নানা খাতে বিনিয়োগ বাড়ছে।

এ অবস্থায় বিনিয়োগ সুবিধাগুলো চিহ্নিত করতে পারলে দেশে ব্যবসায়ে টেকসই পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

গতকাল আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ভার্চুয়াল এক সেমিনারে এ বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য দেন খাতসংশ্লিষ্টরা।

‘এফডিআই ইন প্রায়োরিটি সেক্টর: ভ্যালু অ্যাডেড এগ্রিকালচার প্রসেসিং, ডিজিটাল ইকোসিস্টেম, গ্রিন ক্যাপিট্যাল’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে ব্যবসায়িক সেক্টরে বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে। মূলত কৃষিতে প্রক্রিয়াজাতকরণ মূল্য সংযোজন বৃদ্ধি, সবুজ রাজধানীর জন্য ডিজিটাল ইকোসিস্টেম এবং অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্য সুবিধাসহ এফডিআই কাজে লাগিয়ে বাণিজ্য বাড়ানোর দ্বার উন্মুক্ত হওয়ায় এটি সম্ভব হচ্ছে।

ফলে অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশে ব্যবসায়িক বিনিয়োগ করে লাভবান হচ্ছেন বিদেশীরাও।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন