চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত মাস্টাররোল কর্মচারীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে মাস্টাররোল ঐক্য পরিষদ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবিকার তাগিদে আজ আমরা রাস্তায় দাড়িয়েছি। ১৯৮৯ সাল থেকে আমরা অস্থায়ীভাবে এ বিশ্ববিদ্যালয়ে শ্রম দিয়ে যাচ্ছি। দীর্ঘদিন এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করলেও আমাদের চাকরি স্থায়ী করা হয় নি। আমরা দৈনিক মজুরী হিসেবে যে বেতন পাই, তা খুবই সামান্য। যা দিয়ে আমাদের সংসার চালাতে বেশ কষ্ট হয়। অনতিবিলম্বে মাস্টাররোল কর্মচারীদের চাকুরি স্থায়ী করণের দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘ ৩০ বছর শ্রম দিয়ে আমরা অসহায়। এক জন স্থায়ী কর্মচারী হয়ে তারা যেমন শ্রম দেন। আমরাও সম পরিমাণ শ্রম দেই। কিন্তু আমরা অনেক কম বেতন পাই যা দিয়ে আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। বাংলাদেশ সংবিধানের ২৯ অনুচ্ছেদ অনুযায়ী সবার চাকরি করার অধিকার আছে। তাই অতি দ্রুত আমাদের চাকরি স্থায়ী করণের দাবি জানাই।
সংগঠনের সদস্য মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন মাস্টাররোল ঐক্য পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সংগঠনের সিনিয়র সদস্য জামাল, মো.কামাল, নাজনীন পারভিন প্রমুখ। এ সময় দু’শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এস.কে/শা.আ