ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে রোটার‌্যাক্ট ক্লাবের ত্রিশ বছর

রাজশাহী বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের দুই দিনব্যাপী ত্রিশ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, প্রফেসর ড. মোহাম¥দ চৌধুরী জাকারিয়া, প্রক্টর ড. মোহাম্মদ লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. লায়লা আরজুমান বানু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক শাকিল মেরাজ, ক্লাবের সাবেক সভাপতি মৃদুল কুমার চাকি চঞ্চল।

রোটার‌্যাক্ট ক্লাবের বর্তমান সভাপতি মনিররুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্ট রিপ্রেজেনটেটিভ রোটার‌্যাক্টর আবু বকর সিদ্দিক ও ক্লাবের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন আ. কাইউম বক্তব্য রাখেন। এছাড়া ক্লাবের বর্তমান ও সাবেক দুই শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা নেতৃত্বের বিকাশে শিক্ষার্থীদের আরো সহশিক্ষা কার্যক্রমে জড়িত থাকার উপর গুরুত্বারোপ করেন।

এর আগে সকালে রাবি রোটার‌্যাক্ট ক্লাবের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি রাবি রোটার‌্যাক্ট ক্লাবের অফিসের সামনে থেকে শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসের সামনে এসে শেষ হয়। এরপর ক্লাব চত্বরে সামাজিক কল্যাণমূলক কাজের অংশ হিসেবে দুই শতাধিক অস্বচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রসঙ্গগত, গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ক্লাবের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল খেলার মাঠে ফানুস উৎসবের আয়োজনের মধ্য দিয়ে প্রথম দিনের সমাপ্তি ঘটে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন