ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এ বছর থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা হবে

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির আলোকে পৃথক প্রশ্নপত্রে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এই তিন শাখার বিভিন্ন বিষয়ের ওপরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোর স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্যও এ প্রক্রিয়া ব্যবহার করা হবে হবে।

আজ মঙ্গলবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬২তম সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে স্বল্প সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হবে। নভেম্বর মাসের মধ্যেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। এবং কেন্দ্রীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চাহিদার আলোকে ভর্তি পরিক্ষার জন্য আবেদন করতে পারবেন।

গত ২৩ জানুয়ারি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সাথে ইউজিসির এক মতবিনিময় সভায় সমন্বিত ভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন