বেতন বাড়লো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। প্রশিক্ষণবিহীন এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখন থেকে বেতন পাবেন ১৩তম গ্রেডে। এর পূর্বে প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকরা ১৫তম গ্রেডে এবং প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে বেতন পেতেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি আরও বলেন, নতুন বেতন গ্রেডের ফলে একজন সহকারী শিক্ষকের মূল বেতন শুরুতেই হবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
পূর্বে প্রাথমিকের প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকরা ১৫তম গ্রেডে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা এবং প্রশিক্ষণপ্রাপ্তরা ১৪তম গ্রেডে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন পেতেন। সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন নতুন এই বেতন গ্রেডের জন্য।
আনন্দবাজার/এস.কে