ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জবি বাসের অবস্থান জানাবে ‘টিম দ্য মিডলম্যান’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৪র্থ বর্ষের ৮ শিক্ষার্থী তাদের ৬ মাসের অক্লান্ত প্রচেষ্টায় প্রথমবারের মতো তৈরি করেছে জবির বাস ট্র্যাকিং অ্যাপস। মোবাইলে ব্যবহৃত অ্যাপসটির নাম দিয়েছেন ‘JnU Bus’. যার মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে বাসটি কখন কোথায় আছে। পাওয়া যাবে গুগল প্লে স্টোরে।

আবাসিক সুবিধা না থাকার কারণে জবির বেশিরভাগ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়ত করে। সকাল বেলা শিক্ষার্থীদের বাসের জন্য বিভিন্ন রুটে অপেক্ষা করে, বাসের অবস্থান জানার জন্য বার বার ড্রাইভারকে কল দেওয়া এখন নিত্যদিনের ঘটনা। যা চালকের পক্ষে গাড়ি চালানো অবস্থায় বিপজ্জনক। শিক্ষার্থীদের এমন সব সমস্যার কথা ভেবেই তৈরি করা হয়েছে অ্যাপসটি, এমনটিই জানিয়েছেন টিম দ্যা মিডলম্যানের অন্যতম কো-ফাউন্ডার সিএসই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেরাব হোসেন মাহি।

কথা বার্তার এক পর্যায়ে মাহি আরো জানান, এই অ্যাপস দিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের বাসের অবস্থানই নয় বরং শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের বাসের অবস্থানও জানা যাবে।

তিনি জানান, প্রায় ৬ মাস ধরে বাসের সকল তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ডিজাইন ও ডেভেলপ করে এই অ্যাপস তৈরি করেছি। প্রথম দিকে সব বাসে জিপিএস লাগানোর চিন্তা থাকলেও এখন আর তা করছি না। কারণ তা খুবই ব্যয়বহুল এবং যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা চিন্তা করছি একটি ড্রাইভার অ্যাপ তৈরির। এক্ষেত্রে ড্রাইভার শুধু তার মোবাইলে অ্যাপসটা চালু করে দিলেই হবে। তার মোবাইলের জিপিএস ইউটিলাইজ করেই আমরা বাস ট্র্যাক করতে পারব।

এছাড়াও মাহি জানান, প্রথম পরিসরে শিক্ষার্থীদের ১২ টা বাস এবং শিক্ষকদের দুটি বাসের এর অবস্থান জানা যাবে এই অ্যাপস দিয়ে। খুব দ্রুতই অন্যান্য বাসগুলোর ট্র্যাকি সুবিধাও আমরা দিতে পারব। তাই এই অ্যাপসটির ব্যাপারে সবাইকে জানানোর জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছি।

জবিতে ‘টিম দ্যা মিডলম্যান’ এর সদস্যরা হলেন, সিএসই বিভাগের ৪র্থ বর্ষের মেহরাব হোসেন মাহি, সাদমান আহমেদ, আশিক জিদনী, মাহবুবুর রহমান, মাহদী হাসান, নাইম মোহাম্মদ বাবর, ফাইজুল করিম ও আনিসুজ্জামান সানী।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন