ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বাণী অর্চনার মধ্য দিয়ে পূজা উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বাণী অর্চনা ও প্রসাদ বিতরণের পর দুপুর ১২টায় শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. অসীম সরকার। বিশেষ আলোচক ছিলেন শ্রীকাইল ডিগ্রি কলেজ কুমিল্লার প্রাক্তন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য।

আলোচনা সভায় আইকিউএসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সরস্বতী বিদ্যার দেবী। এই বিদ্যা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার বিদ্যা। আমরা সবাই মানবিক বিদ্যার মাধ্যমে মনকে পবিত্র করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাই।’

বক্তারা আরো বলেন, ‘একটা স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে নিজেদের সংস্কৃতি চর্চার অধিকার রাখে। এরকম পূজা আয়োজনের মধ্য দিয়ে আমরা মানবিক একটি দেশ গড়ার দিকে লক্ষ্য করি। পাশাপাশি একটি শান্তিময় বিশ্ব কামনা করি।’

আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদ কর্তৃক তাদের নির্দিষ্ট একটা পূজার জায়গা মন্দির তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সনাতন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন