শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের মান বাঁচালো বৃষ্টি

বাংলাদেশকে শেষ পর্যন্ত বৃষ্টিই রক্ষা করলো পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা থেকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। 

আজ সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টসও হয়নি। এরপর বেশ কয়েক বার দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করেন। তবে টানা বৃষ্টি হওয়ার কারণে বিকাল ৫টার ঠিক কিছু আগে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন তারা।

এরপরই পিসিবি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এসময় সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেয়া হয় পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের হাতে। পরে পাকিস্তানের অধিনায়ক হাতে ট্রফি তুলে দেয় তারা।

তিন ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ধাপে আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর তৃতীয় ধাপে এপ্রিলে একমাত্র ওয়ানডে এবং দ্বিতীয় টেস্ট খেলতে ফের পাকিস্তান যাবে বাংলাদেশ।

আনন্দবাজার/এম.কে

 

আরও পড়ুনঃ  কাল নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন