২০ ঘন্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ বিজয় গ্রুপের ডাকা অবরোধ শিথিল করা হয়েছে। রবিবার ২৬ জানুয়ারি পর্যন্ত এ অবরোধ শিথিল করা হয় । বৃহস্পতিবার বিকাল ৫ টায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিজয় গ্রুপের নেতাকর্মীরা ।
এসময় তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের গ্রেপ্তার ও তার ছাত্রত্বহীনতার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করাসহ মোট ৫ দফা জাানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর প্রক্টরের মাধ্যমে স্মারকলিপি প্রধান করেন। আগামী রবিবারের মধ্য এ দাবি মানা হলে পুনরায় অবরোধের হুশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, বুধবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপ বিজয় এবং সিএফসির সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন আহত হন। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বহিষ্কারের দাবিতে রাত আটটায় অবরোধের ডাক দেয় ছাত্রলীগের বিজয় গ্রুপ। পরে রাত ১২ টায় বিশ্ববিদ্যলিয়ের সোহরাউর্দী ও শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে উভয় গ্রুপের ২০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এরপর বৃহস্পতিবার দুপুর বারোটায় রেজাউল হক রুবেলের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করে বিজয় গ্রুপের নেতাকর্মীরা।
এদিকে অবরোধের কারনে বন্ধ ছিলো বৃহস্পতিবারের শাটল চলাচল। এ বিষয়ে বিশ্ববিদ্যলয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন , যৌক্তিক যেকোন দাবির প্রতি আমাাদের সমর্থন আছে । দাবিগুলো পর্যাবেক্ষন করে আমাদের যা করনীয় আমরা করবো ।
সাংবিদকদের প্রশ্নে আটককৃতদরে বিষয়ে প্রক্টর বলেন , এ বিষয়ে এখনও পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হয়নি। উভয় পক্ষের পূর্ণাঙ্গ সমঝোতার পরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে । কাল থেকে স্বাভাবিক হবে শাটল চলাচল ।
আনন্দবাজার/এফআইবি