শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যে চার দল খেলবে বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফ

বঙ্গবন্ধু বিপিএলে লিগ পর্বের খেলা শেষ হয়নি এখনও। লিগ শেষ হতে এখনও বাঁকি একদিন তবে এর মধ্যেই নির্ধারিত হয়ে গেছে প্লে-অফের চার দল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা প্লাটুন এবং রাজশাহী রয়্যালসের পর গতকাল প্লে-অফ নিশ্চিত করল খুলনা টাইগার্স।

বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্বের শেষ দিন আজ। প্লে-অফ নিশ্চিত করা চার দলেরই খেলা আছে আজ। বলা যায় প্লে-অফ শুরুর পূর্বে আরো একটি প্লে-অফ। কারণ বিদায় নেওয়া কোন দলেরই ম্যাচ থাকছে না আজ। তাই বলাই যায় আজ শীর্ষ স্থানের জন্যই লড়াই করবে প্লে-অফ নিশ্চিত করা চার দল। তবে এর আগে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের অবস্থা।

এখন সবার শীর্ষে ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে টেবিলের পরের তিন দলের সবার সমান ১৪ পয়েন্ট হলেও রান রেট এগিয়ে থাকায় দিত্বীয় স্থানে আছে খুলনা টাইগার্স, তৃতীয় স্থানে আছে মাশরাফির ঢাকা প্লাটুন এবং চতুর্থে থাকা দলটি হলো রাজশাহী রয়্যালস।

আনন্দবাজার/এস.কে

 

 

আরও পড়ুনঃ  ফিফা বর্ষসেরা হলেন লেভান্ডভস্কি

সংবাদটি শেয়ার করুন