শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট

লাস ভেগাসে সিইএস-এ (কনজিউমার ইলেক্ট্রনিক শো) গুগল অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে কয়েকটি ঘোষণা দিয়েছে গুগল।

এছাড়াও জানিয়েছে, বর্তমানে ১ বিলিয়নেরও বেশি ডিভাইসে ব্যবহৃত হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। প্রতি মাসে প্রায় ৫০ কোটি মানুষ  তাদের স্মার্টফোন, টেলিভিশন ও ক্যামেরার স্মার্টডিসপ্লেতে ভয়েস অ্যাসিস্ট্যান্টি ব্যবহার করছে।

গুগল অ্যাসিস্ট্যান্টে নতুন করে যোগ হচ্ছে শিডিউল অ্যাকশন, স্ক্রিন রিডিং,  স্টিকি নোট ‍আর এয়ারপোর্টে ইন্টারপ্রিটার মোড।এছাড়াও ৪২ টি নতুন ভাষা যুক্ত করা হচ্ছে ‍আর্টিকেল পরে শোনানোর জন্য।শিডিউল অ্যাকশনগুগল অ্যাসিস্ট্যান্টকে ‍আগে থেকেই কাজের আদেশ দিয়ে রাখা যাবে।

গুগল অ্যাসিস্ট্যান্ট স্ক্রিন রিডিং এর সাহায্যে পড়তে পারবে বড় আকারের খবর,গল্প ও ব্লগ। শুধুমাত্র ‘হেই গুগল, রিড ইট’ বললেই পড়তে শুরু করবে অ্যাসিস্ট্যান্ট।

ভাষাগত দূরত্ব কমাতে ইন্টারপ্রিটার মোডটি চালু করেছে গুগল। এই ফিচারটির মাধ্যমে ট্রান্সলেশন করা যায়।যারা ইংরেজি কম জানেন তারা ফিচারটি ব্যবহার করে এয়ারপোর্ট বা হোটেলের যাবতীয় তথ্য জানতে পারবেন।

আনন্দবাজার/তাঅ

আরও পড়ুনঃ  ই-সিম যুক্ত হচ্ছে স্মার্টফোনে

সংবাদটি শেয়ার করুন