বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসি-সমমান পরীক্ষা

৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসি-সমমান পরীক্ষা

চলতি বছরের (২০২৩) এসএসসি ও সমমানের পরীক্ষার সময় ৩০ এপ্রিল নির্ধারণ হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

তিনি জানান, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু করার প্রস্তাবনা দেই। শিক্ষা মন্ত্রণালয় সেটি অনুমোদন দেয়।

তিনি আরো জানান, এসএসসি পরীক্ষা শুরু দুই মাস পরে শুরু হবে এইচএসসি পরীক্ষা।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলের শেষে অনুষ্ঠিত হবে। গত বছরের মতো পুনর্বিন্যাস করা সিলেবাসেই নেওয়া হবে এ পরীক্ষা। অন্যদিকে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা হবে জুনে।

সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। পরীক্ষার এ পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে।

এদিকে ৮ ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  ফেরিডুবি: উদ্ধার অভিযানে বেসরকারি ডুবুরি দল

সংবাদটি শেয়ার করুন