শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষতিপূরণ না নিয়ে ইরাক ছাড়বে না ট্রাম্প

ইরাক থেকে মার্কিন বিমান ঘাঁটির ক্ষতিপূরণের অর্থ না নেওয়া পর্যন্ত বাগদাদ ছাড়বে না মার্কিন বাহিনী, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বালাদ সামরিক ঘাঁটি সম্পর্কে উল্লেখ করতে গিয়ে এ কথা জানান।

ট্রাম্প বলেন, ইরাকে আমাদের অত্যধিক ব্যয়বহুল মার্কিন এয়ারবেস আছে। এখানে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছি। আমরা ততক্ষণ পর্যন্ত ইরাক ছাড়বো না যতক্ষণ না তারা আমাদের ক্ষতিপূরণের অর্থ ফেরত দেয়। আমরা ইরাকের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করবো যা ইরাকিরা আগে কখনো দেখেনি।

এর আগে গত শনিবার মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেয় ইরাকের পার্লামেন্ট। এসময় ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ও আন্তর্জাতিক জোটের সঙ্গে সহযোগিতা অবসানের আদেশ সংক্রান্ত প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহ্দীর দেয়া একটি সুপারিশকে সমর্থন করেছে ইরাকি পার্লামেন্ট।

এদিকে ইরাকের পার্লামেন্টের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  হোয়াইট হাউজে আগামী ৪ বছরের বাসিন্দা আমিই : ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন