রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি চলতি মাসেই

বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক চুক্তির তারিখ নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘ আগামি ১৫ জানুয়ারি আমাদের প্রথম পর্যায়ের চুক্তি হতে যাচ্ছে। চীন থেকে আগত উচ্চ পর্যায়ের প্রতিনিধির উপস্থিতিতে চুক্তিটি সম্পন্ন হবে এবং এই চুক্তি স্বাক্ষরিত হবে ওয়াশিংটনে ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানান, ‘দ্বিতীয় পর্যায়ে চুক্তির জন্য পরবর্তি সময়ে বেইজিংয়ে যাবো। সেখানে আলোচনা পর্ব শেষ করে আমাদের দ্বিতীয় ধাপের চুক্তি হবে’।এর আগে চুক্তিটির অগ্রগতির কথা উল্লেখ করে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির পরিকল্পনা বন্ধ করে দেয়।

দুই দেশের বাণিজ্য যুদ্ধ শুরুর পর থেকে উভয় পক্ষ তাদের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দিয়েছিল, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি।

তবে নতুন বছরের এই চুক্তিটি বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটাবে এমনটাই ধারণা করছে বিশ্লেষকরা।

আনন্দবাজার/তা.অ

আরও পড়ুনঃ  চাষের জমিতে হিরে কুড়িয়ে পেলেন কৃষক

সংবাদটি শেয়ার করুন