শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরফে ঢাকা কাশ্মীর

স্বাভাবিকভাবেই শীতের মৌসুমে কাশ্মীরে বরফ পড়ে । এবারও এর কোন রকম ব্যত্যয় ঘটেনি । কিন্তু ভারতের কাশ্মীরে এবারের শীতটা বাড়াবাড়ি রকমেরই একটু বেশি। এই সময়ে রাতে জম্মু এবং কাশ্মীরের  রাজধানী শ্রীনগরের তাপমাত্রা কমে মাইনাস ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মৌসুমের সর্বনিম্ন। আর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসার ফলে বিখ্যাত ডাল লেকসহ শ্রীনগরের অন্যান্য লেকগুলোর পানি জমে এখন বরফে পরিণত হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, কাশ্মীর উপত্যকা এবং লাদাখের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসার পাশাপাশি সেখানে শীতল বাতাস বইছে।

আবহাওয়াবিদরা বলেন, রাজ্যের সবচেয়ে ঠাণ্ডা জায়গা হিসেবে তুষারে ঘেরা বানিহল শহর এবং জম্মু-কাশ্মীরের ন্যাশনাল হাইওয়ের তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরপর সবচেয়ে কম তাপমাত্রা দোদা জেলায়; সেখানে হিমাঙ্কের নিচে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  আটক সু চি, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মিয়ানমার

সংবাদটি শেয়ার করুন