শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্মার্ট গ্লাসে গান শোনা যাবে, তোলা যাবে সেলফি

এবার বাজারে স্মার্ট গ্লাস নিয়ে এলো আইকেয়ার সেক্টরের অন্যতম সংস্থা টাইটন। টাইটান আই এক্স নামে এই স্মার্ট চশমাটি লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি ৷ এই স্মার্ট গ্লাসটিকে সানগ্লাস, স্পেক্টেকল অথবা কম্পিউটার গ্লাস হিসেবে ব্যবহার করা যাবে ৷ এছাড়া এই গ্লাসের মাধ্যমে গানও শোনা যাবে। এমনকি কথা বলা যাবে ফোনেও ৷ এই স্মার্ট চশমায় রয়েছে অডিও, টাচ কন্ট্রোল, ও ফিটনেস ট্র্যাকারের মতো একাধিক ফিচার।

এছাড়া ডিভাইসটি স্মার্টফোনের মতো কোয়ালকাম প্রসেসর থেকে অপারেট হয়ে থাকে ৷ একটি অ্যাপের সাহায্যে স্মার্ট গ্লাসকে অ্যানড্রয়েড অথবা আইওএস দুই ধরনের ফোনের সাথে যুক্ত করা যাবে ৷

ভারতীয় মুদ্রায় গ্লাসের দাম ৯৯৯৯ রুপি। একবার ফুল চার্জ হওয়ার পর ব্যাটারি লাইফ থাকে স্মার্ট গ্লাসের প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ৷ টাইটান আই প্লাস স্টোর অথবা ওয়েবাসইট থেকে সহজেই এই স্মার্ট গ্লাস কিনতে পারবেন।

টাইটন জানিয়েছে, ডায়নেমিক ভলিউম কন্ট্রোলের সঙ্গে একদম পরিষ্কার কোয়ালিটির আওয়াজ প্রদান করে থাকে স্মার্ট গ্লাস ৷ চশমাকে অডিও-র সঙ্গে যুক্ত করলে আশপাশের আওয়াজ অনুযায়ী স্মার্ট গ্লাস নিজের আওয়াজের স্পিড অ্যাডজাস্ট করে থাকে।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রমজানে পিকাবুর বেস্ট-সেলিং স্মার্টফোন ব্র্যান্ডের স্বীকৃতি পেল রিয়েলমি

সংবাদটি শেয়ার করুন