শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক লগ আউট হওয়ার কারণ জানা গেল

ফেসবুক লগ আউট হওয়ার কারণ জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিস্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি লগআউট হয়ে যায়। ফলে ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে রাজধানীসহ গোটা দেশে এমন সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

এ ঘটনায় ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, মজা করুন, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের পরিসংখ্যানে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস দুটিই অকার্যকর হয়ে পড়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পরিবর্তন আসছে ফেসবুক শেয়ারিংয়ে

সংবাদটি শেয়ার করুন