শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

যা করলে শত চেষ্টার পরেও অ্যাকাউন্ট হ্যাক হবে না

শক্তিশালী পাসওয়ার্ড সেটআপ করলেও মাঝে মধ্যে অ্যাকাউন্ট হ্যাক হয়। এর অন্যতম কারণ হলো পাসওয়ার্ডটি আপনি ভাবছেন খুব শক্তিশালী, আসলে হ্যাকারদের কাছে সেটা ডাল-ভাত। তাই পাসওয়ার্ড সেট করার সময় আপনাকে কৌশলী হতে হবে। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও মানতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই সাথে ওয়াইফাই, ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন ক্ষেত্রে পাসওয়ার্ড দরকারি। তাই পাসওয়ার্ড হতে হয় গোপনীয় এবং ব্যক্তিগত।

সাধারণত যারা হ্যাক করে থাকেন তারা বিভিন্ন সিকিউরিটি লেভেল ভেঙে অ্যাকাউন্ট হ্যাক করেন। আবার অনেক হ্যাকার বিভিন্ন ভাবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড জোগাড় করতে সমর্থ হয়। সেই পাসওয়ার্ড ব্যবহার করে হ্যাকিং করেন। তাই বিশেষজ্ঞরা পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

পাসওয়ার্ড সেট করার সময় যেসব বিষয় নজরে রাখতে হবে

পাসওয়ার্ড যখন সেট করার সময় কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে হবে। সেই বিষয়গুলো মাথায় রাখলে খুব সহজেই আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। চলুন তাহলে জেনে নেয়া যাক, যা করলে শত চেষ্টার পরেও হ্যাক হবে না অ্যাকাউন্ট-

১। পাসওয়ার্ডে অবশ্যই ক্যাপিটাল লেটার (Capital Letter) ব্যবহার করুন।

২। এর সাথে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে রয়েছে- @#$%^&* ইত্যাদি।

৩। কোনো পরিচিত শব্দ পাসওয়ার্ড হিসেবে সেট করবেন না। যেমন নাম, পরিবারের কোনও সদস্যের নাম পাসওয়ার্ড হিসেবে সেট করা উচিত নয়। এর সঙ্গে জন্মসাল অনেকেই পাসওয়ার্ড হিসেবে সেট করেন। সেটাও একদম সঠিক নয়।

৪। পাসওয়ার্ড কমপক্ষে ৬ অক্ষরের বড় রাখা দরকার। এর ফলে খুব একটা হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে না।

আরও পড়ুনঃ  যেভাবে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব দেখবেন

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন