শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছে এক্স৮০ ৫জি

ভিভো এক্স৬০ প্রো এবং এক্স৭০প্রো মাতিয়েছে বাংলাদেশের স্মার্টফোন বাজার। দুর্দান্ত ক্যামেরা প্রযুক্তির কারণে তরুণদের মন জয় করেছে দুটি স্মার্টফোনই। গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো এক্স সিরিজের জয়জয়কার এখানেই থামিয়ে দিতে চাইছে না।

জানা যায়, দেশে অচিরেই আসছে ভিভো এক্স৮০ ৫জি। আর এতেও থাকছে নতুন চমক।

তবে এ নিয়ে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। কিন্তু ক্যামেরা দিয়ে সারা বিশ্ব মাত করতে চলছে ভিভো’র এই স্মার্টফোন। সম্প্রতি ইন্ডাস্ট্রি ইনসাইডারদের সূত্রে এসব তথ্য জানা যায়।

প্রযুক্তি বাংলাদেশের তরুণদের কাছে ভিভো’র ক্যামেরা ব্যাপক জনপ্রিয়। এই জনপ্রিয়তা আরও বাড়াতে ক্যামেরা লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের সাথে পার্টনারশীপে যুক্ত হয়েছে ভিভো। জেইসের ১৭৫ বছরের ইতিহাস রয়েছে লেন্স তৈরিতে। এক্স৮০ ৫জি স্মার্টফোন বাজারে আসলে জেইসের ক্যামেরা লেন্সযুক্ত ভিভো’র তৃতীয় স্মার্টফোন হবে এটি। এর আগে এক্স৬০প্রো এবং এক্স৭০প্রো’তেও ব্যবহার করা হয় জেইসের লেন্স।

বৈশ্বিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এক্স৮০ ৫জি পেশাদার সিনেমাটোগ্রাফির জন্য তৈরি একটি স্মার্টফোন। জেইসের লেন্সের পাশাপাশি স্মার্টফোনটিতে দুইটি প্রসেসর থাকছে এই মোবাইলে। এই পর্যন্ত ভি১+ চিপের কথা জানাও গেলেও অন্য একটি প্রসেসরের কথা জানা যায়নি। ভি১+ চিপ ভিভো’র নিজস্ব বা মৌলিক প্রযুক্তি, যা দিয়ে মানসম্মত ছবি ও ভিডিও ধারণ করা যায়। ভি১+ রাতে ধারণ করা ভিডিও’তে নয়েজ কমিয়ে আনে। এছাড়া আলোর ভারসাম্য বজায় রাখে এই চিপ।

ভি১+ চিপটি তৈরি করতে ভিভো’র গবেষণা ও উন্নয়ন সংস্থার সময় লেগেছে আড়াই বছরেরও বেশি। চিপটি তৈরি করতে কাজ করেছে ৩০০ এর বেশি গবেষক এবং ইমেজিং ল্যাব এক্সপার্ট।

আরও পড়ুনঃ  ‘সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের বিকল্প নেই’

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন