শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু আজ

ওয়েস্ট ইন্ডিজে গত ১৪ জানুয়ারি থেকে পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের। কিন্তু আজ থেকে মিশন শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। আজ সন্ধ্যা ৭টায় ইংল্যান্ডের বিরুদ্ধে লড়বে টাইগার যুবারা।

শেষ পাঁচ ম্যাচের হিসেবে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। সর্বশেষ ম্যাচটি টাই হয়েছিল। তার আগের চারটি ম্যাচই বেশ দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ।

সেন্ট কিটস থেকে ক্রিকইনফো দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভি নাওয়াজ স্মৃতি হাতরানোর চেষ্টা করলেন। বছর দুয়েক বিশ্বজয়ের সেই স্মৃতি নিয়ে তিনি বলেছেন, যখন আমরা বিশ্বকাপ জিতলাম, তখন মনে হচ্ছিল এটা বাংলাদেশের জন্য বড় অর্জন। আমরা সবাই খুশিতে আত্মহারা ছিলাম। বাংলাদেশের রাস্তায় ছেলেদের নিয়ে স্লোগান দিতে দেখেছি। মিরপুর স্টেডিয়ামের আশপাশ ছিল লোকে লোকারণ্য। আমরা সবাই ছিল আপ্লুত, এমনকি চোখ দিয়ে পানিও পড়ছিল। তখন বুঝতে পারছিলাম, গোটা জাতিই আসলে কতটা খুশি।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফুটবল জাদুকর মেসির জন্মদিন আজ

সংবাদটি শেয়ার করুন