ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টির দাপটে আজও মাঠে নামা নিয়ে শঙ্কা

বৃষ্টির দাপটে আজও মাঠে নামা নিয়ে শঙ্কা

ঢাকা টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির দাপটে আজও মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দুপুর ১২ টা পর্যন্ত টিম হোটেলেই দুই দলকে অবস্থান করতে বলা হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ম্যাচ রেফারি।

গেলো রাতের থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে সারাদিনই রয়েছে এমন বৃষ্টিপাতের সম্ভাবনা।

ম্যাচের প্রথম দিনের পর বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় দিনে মাঠে গড়িয়েছে কেবল ৩৮ বল। পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। তৃতীয় দিনেও ম্যাচ শুরুর হবার কথা সকাল সাড়ে ৯টায় থাকলেও বিরুপ আবহাওয়ার কারণে এখনও পর্যন্ত স্টেডিয়ামেই যাওয়া হয়নি কোন দলের।

মূলত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত আছে আজও। ফলে আজ তৃতীয় দিনেও মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন