শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসএলে দল পাননি বাংলাদেশের কেউ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। তবে পিএসএলের এবারের আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার- এই চার ক্যাটাগরিতেই বাংলাদেশের ক্রিকেটাররা থাকলেও তাদের কারো প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

বর্তমান চ্যাম্পিয়ন করাচি কিংস ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচের মধ্য দিয়েই শুরু হবে এবারের আসর। ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। আগামী ২২ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

পিএসএলের গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে এই আসরে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না এই বাঁহাতি।

প্লেয়ার্স ড্রাফটের জন্য সবচেয়ে বেশি মূল্যের প্লাটিনাম ক্যাটাগরির ২৫ বিদেশি খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। ওই তালিকায় ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন। আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ ছিলেন গোল্ডেন ক্যাটাগরিতে। এছাড়া আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ ও রাফসান আল মাহমুদ সিলভার ক্যাটাগরিতে ড্রাফটে স্থান পেয়েছিলেন।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  লালপুরে অনূর্দ্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

সংবাদটি শেয়ার করুন