ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নেইমারের জোড়া গোলে আশা বাঁচিয়ে রাখলো পিএসজি

নেইমারের জোড়া গোলে আশা বাঁচিয়ে রাখলো পিএসজি

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগে থেকেই পিছিয়ে ছিল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা যেন সুদুর পরাহত ছিল দলটির। তবে বুধবার রাতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের জোড়া গোলে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রাখলো পিএসজি।

এই জয়ের মাধ্যমে এইচ গ্রুপ অনেকটাই উন্মুক্ত হয়ে গেছে পিএসজির। আগামী সপ্তাহে গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচেই নির্ধারণ হবে কোন দুটি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। ম্যানইউ, পিএসজি এবং আরবি লেইপজিগ- এই তিনটি দলেরই পয়েন্ট সমান ৯ করে। তবে গোল ব্যবধানে শীর্ষে ম্যানইউ এবং দ্বিতীয় স্থানে পিএসজি।

ম্যানইউ জানতো যে, পিএসজির বিপক্ষে একটি পয়েন্ট হলেও শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে তাদের। তাই ড্রয়ের উদ্দেশ্যই খেলতে নেমেছিল রেড ডেভিলরা। তবে ম্যাচের ৬ মিনিটে নেইমারের গোল এবং ৬৯ মিনিটে মার্কুইনহোসের গোলের পর বোঝা যায়, আরও অপেক্ষা করতে হবে ম্যানইউকে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তৃতীয় গোল করে পিএসজিতে পূর্ণ পয়েন্ট এনে দিলেন নেইমার।

৯০+১ মিনিটে গোল করে ৩-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে নেইমারের দল পিএসজি।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন