হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মারা গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ৬০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এ ফুটবল জাদুকর।
ম্যারাডোনার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। শোকপ্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন অনেকে। সর্বকালের সেরা ফুটবলারের দৌড়ে ম্যারাডোনার চিরপ্রতিদ্বন্দী যিনি, সেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও শোকপ্রকাশের যথাযথ ভাষা খুঁজে পাচ্ছেন না।
ম্যারাডোনার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেন, কী দুঃখের একটা খবর! আমি সত্যিকারের একটা বন্ধু হারালাম, বিশ্ব হারালো এক কিংবদন্তিকে। তার ব্যাপারে বলার শেষ নেই। তবে এখন শুধু বলব, ঈশ্বর তার পরিবারকে শক্তি। আশা করি, একদিন আমরা ওপারে একসঙ্গে ফুটবল খেলব।
আনন্দবাজার/টি এস পি