ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় ফিরেছেন জেমি ও জামাল

নভেম্বরে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দুটি সামনে রেখে আজ বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া।

আজ সকালে ডেনমার্ক থেকে ঢাকায় আসেন জামাল এবং দুপুরে ইংল্যান্ড থেকে ফিরেছেন জেমি ডে। এদিকে প্রধান কোচের সঙ্গে ফিরেছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসি ও নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের  (বাফুফে) দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করা হয় ।

দেশে ফিরলেও এখনই ফুটবলারদের ক্যাম্পে যুক্ত হতে পারবেন না কোচ ও অধিনায়ক। আপাতত কয়েক দিন তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে।

গত মার্চে মহামারি করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য খেলা বন্ধ হয়ে যায়। তখনই ডেনমার্কে ফিরে যান জামাল ভূঁইয়া।এ সময় লা লিগার ধারাভাষ্য নিয়ে ব্যস্ত ছিলেন। এবার সব ব্যস্ততা চুকিয়ে নিজ দেশে খেলার জন্য ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রীতি ম্যাচকে সামনে রেখে স্থানীয় কোচদের অধীনে গত ২৪ অক্টোবর শুরু হয় জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। দলের এবার যোগ দেওয়ার অপেক্ষা কোচ ও অধিনায়ক।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন