ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে ৫ হাজার রানের রেকর্ড গড়লেন ওয়ার্নার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের এলিট ক্লাবের সদস্য হলেন ডেভিড ওয়ার্নার। তবে সামগ্রিকভাবে চতুর্থ হলেও বিদেশি ব্যাটসম্যান হিসেবে আইপিএলে প্রথম এই মাইলস্টোন স্পর্শ করলেন ওয়ার্নার।

এর আগে এই ফ্র্যাঞ্চাইজি লিগে ৫ হাজার রানের ক্লাবে পা দেওয়া বাকি তিন ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি, সুরেশ রায়না এবং রোহিত শর্মা। তবে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙে এই মাইলস্টোন স্পর্শ করেছেন অজি ব্যাটসম্যান।

৫ হাজার রানের ক্লাবে পৌঁছতে ওয়ার্নার খেলেছেন ১৩৫টি ইনিংস। এর আগে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৫৭ ইনিংসে খেলে এই রেকর্ড ছিলো বিরাট কোহলির দখলে। আর তৃতীয় দ্রুততম হিসেবে ১৭৩টি ইনিংসে খেলে এই নজির ছুঁয়েছিলেন রায়না।

গতকাল রাতে কলকাতার ছুঁড়ে দেওয়া ১৬৪ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। এ ম্যাচে ৩৩ বলে ৪৭ রানে অপরাজিত থেকেও অল্পের জন্য দলকে জয় এনে দিতে পারলেন না ওয়ার্নার।

নির্ধারিত ২০ ওভারে এদিন কলকাতা নাইট রাইডার্স বনাম ম্যাচের নিষ্পত্তি হল সুপার ওভারে। আর সুপার ওভারে হেরে প্লে-অফের দৌড়ে আরও পিছিয়ে পড়ে সানরাইজার্স।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন