পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বিতর্কের জন্ম দিয়েছে দেশটির ৯ ক্রিকেটার। এ ঘটনায় জড়িত ক্রিকেটাররা এবং ৩ কর্মকর্তা হোটেলের বাইরে সময় কাটিয়ে ছিলেন। ক্রিকেটারদের এমন আচরণে হতাশা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে তাদেরকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছে পিসিবি।
মহামারি করোনাভাইরাসের কারণে বায়ো-বাবলে ব্যবস্থা লঙ্ঘন করার অভিযোগ উঠে এসেছে। এরপরেই অভিযুক্ত ক্রিকেটার ও কর্মকর্তাদের সতর্ক করা হয় পিসিবির পক্ষ থেকে।
রাওয়ালপিন্ডিতে টিম হোটেল ও স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয় তৈরি করে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হচ্ছে। এসময় বায়ো-বাবল ব্যবস্থার সীমানা ছাড়িয়ে টি-টোয়েন্টি কাপের সঙ্গে যুক্ত ৯ ক্রিকেটার এবং ৩ জন কর্মকর্তা হোটেলের বাইরে সময় কাটাচ্ছিলেন। এরপরেই অভিযুক্তদের ডেকে সতর্ক করার পাশাপাশি কোভিড টেস্ট করা হয়েছে।
পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর নাদিম খান জানান, অভিযুক্তরা গোটা টুর্নামেন্টের স্বাস্থ্য নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়ে। আর এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ভবিষ্যতে এমন আচরণ বরদাস্ত করা হবে না। চলতি বা ভবিষ্যতে যারা নিয়ম লঙ্ঘন করলে তাদের প্রতি পিসিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।
আনন্দবাজার/এম.কে