ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুল না দিয়ে ট্রফি দাও : সালাউদ্দিন

দেশের ফুটবল উন্নয়নের দায়িত্ব নিতে টানা চতুর্থবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। যদিও গেল তিন মেয়াদে দেশের ফুটবলকে তেমন কোনও সাফল্য এনে দিতে পারেননি সাবেক এই ফুটবলার। আর এজন্যই সমালোচনার শিকার হয়েছেন তিনি।

বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ায় আজ মঙ্গলবার জাতীয় দল ও প্রিমিয়ার লিগের ফুটবলাররা সালাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানায়। নির্বাচিত হওয়ার পর আজই প্রথম তার সাথে দেখা করেছেন আশরাফুল ইসলাম রানা, তপু বর্মণ, সোহেল রানারা। এ সময় তাদের কাছে ট্রফিই চেয়ে বসলেন বাফুফের সভাপতি।

তিনি বলেন, তোমরা আমাকে একটা ট্রফি এনে দাও। ফুল না দিয়ে ট্রফি দিতে পারলে খুশি হবো। তখন এর চেয়ে বেশি খুশি হবো।

সালাউদ্দিনের আগের তিন মেয়াদে বাংলাদেশ শুধু ২০১০ সালের এসএ গেমস ফুটবলের সোনা জিতেছিল বংলাদেশ। এছাড়া ২০০৯ সালের সাফ ফুটবলের পর আর কোনোবারই সেমিফাইনালে যেতে পারেনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন