ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বলিভিয়ার বিপক্ষে নেইমারকে নিয়ে শঙ্কা

ব্রাজিলের অনুশীলনে গতকাল (বুধবার) পিঠে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন দেশটির তারকা খেলোয়াড় নেইমার। ফলে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা জেগেছে পিএসজির এই ফরোয়ার্ডের।

তেরেসোপলিসে অনুশীলন শেষে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার সংবাদমাধ্যমকে বলেন, ইতোমধ্যে চিকিৎসা নেয়া শুরু করেছেন নেইমার। তবে বলিভিয়ার বিপক্ষে তিনি খেলতে পারবেন কি-না, তা এখনই বলা যাচ্ছে না।

আজও অনুশীলনে নেইমার পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন। এরপরই তাকে অনুশীলন থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন তার অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা শুরু হয়েছে। আমরা আজ সাও পাওলোয় যাব এবং তার চিকিৎসা চলবে। এরপরই তার খেলার ব্যাপারে আমরা ভালো ধারণা পাব।

এদিকে চোট নিয়ে দল থেকে ছিটকে গেছেন প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন ও ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। শেষ পর্যন্ত নেইমারকে না পেলে ব্রাজিলের জন্য তা হবে আরেকটি বড় ধাক্কা হতে পারে।

আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়  সাও পাওলোয় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর আগামী বুধবার পেরুর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন