শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরখাস্ত ইউভেন্তুস কোচ সাররি মাওরিসিও

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ইউভেন্তুস বাদ পড়ার ঠিক পরদিনই বরখাস্ত করা হয়েছে দলটির কোচ মাওরিসিও সাররিকে। ৬১ বছর বয়সী এই ইতালিয়ান চেলসি থেকে ইউভেন্তুসের দায়িত্ব নেওয়ার এক মৌসুমের মাথায়ই চাকরি হারালেন। তুরিনের বুড়িরা শনিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত বছরের জুনে তিন মৌসুমের জন্য দলটির কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাররি। তার কোচিংয়ে এবারের মৌসুমে ইতালিয়ান সুপার কাপ ও ইতালিয়ান কাপ-দুটির ফাইনালেই হেরেছে ইউভেন্তুস।

ক্লাবটি গত মাসে টানা নবম লিগ শিরোপা ঘরে তুললেও মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে পারেনি। শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিওঁর মাঠে ১-০ গোলে হেরেছিল তুরিনের বুড়িরা। শুক্রবার রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতলেও অ্যাওয়ে গোলে বাদ পড়ে যায় ইউরোপ সেরার প্রতিযোগিতা থেকে।

যদিও সাররির অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে দলটি ছিটকে পড়ার পর তা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত তাই হলোও।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিলেন রোনালদো

সংবাদটি শেয়ার করুন