দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ইতোমধ্যে অনেক ক্রিকেটারই স্টেডিয়ামে গিয়ে অনুশীলন করা শুরু করেছেন। এবার অনুশীলনে ফেরার ঘোষণা দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকিনফোতে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন সাকিব।
সাক্ষাৎকারে সাকিব বলেন, আগামী মাস থেকেই আমার অনুশীলনে ফেরার কথা। তিন মাস সময় পাব নিজেকে ভালো মতো প্রস্তুত করার জন্য। আমি এত দিন কিছু করিনি। এই তিন মাসই যথেষ্ট, নিজেকে ক্রিকেটের জন্য আদর্শ গড়নে নিয়ে যাওয়ার জন্য। আপাতত এটাই পরিকল্পনা। আগামী দুই সপ্তাহ মেয়েদের দেখাশোনা করেই কাটবে, পরিবারের সঙ্গে কাটাব। এরপর আমি ক্রিকেটে মনোযোগ দেব।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্মেন্স করেছিলেন সাকিব। গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর জুয়াড়ির প্রস্তাব গোপন করার অপরাধে তাকে দুই বছর (এক বছর স্থগিত) নিষেধাজ্ঞা দেয় আইসিসি। করোনা মহামারীর শুরু থেকেই সাকিব যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে পরিবারের সঙ্গে অবস্থান করছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস