শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থবিধি মেনে মাঠে ফিরলেন টাইগাররা

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে নাজেহাল গোটা বিশ্বজুড়ে। একই অবস্থা বিরাজ করেছিল ক্রিড়াঙ্গনে। অবশেষে দীর্ঘদিন পর অফিশিয়ালি মাঠে ফেরার সুযোগ পেয়েছেন টাইগাররা। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে চার ভেন্যুতে স্বাস্থবিধি মেনেই ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের ৯ ক্রিকেটার।

আজ রবিবার (১৯ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম।এছাড়াও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ।

এদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান এবং চট্টগ্র্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিটনেস নিয়ে কাজ করবেন নাইম হাসান।

অনুশীলনের ব্যাপারে মোহাম্মদ মিঠুন জানান, আমরা দীর্ঘদিন পর আজ অনুশীলন শুরু করেছি। এর আগে ইনডোরে করতাম। এখন আবার মাঠে শুরু করেছি। তবে একটু অন্যরকম লাগছে। আশা করি সব ঠিক হয়ে যাবে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, আমরা খেলোয়াড়দের বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছি। যেমন বাসা থেকেই অনুশীলনের পোশাক পরে আসা। এতে করে ড্রেস পরিবর্তন করার ঝামেলাটা মাঠে করতে হবে না। এছাড়াও মাঠে আমাদের মেডিকেল বিভাগের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাংলাদেশে সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

সংবাদটি শেয়ার করুন