ঢাকা | রবিবার
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানির বিশ্বকাপ ফাইনালের নায়ক গোৎসে আবসর নিলেন

মাত্র ২৯ বছর! ফুটবলে অনেকে এই বয়সেই সেরা সময় পার করেন। অথচ জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের ‘দ্বিতীয় নায়ক’ আন্দ্রে শুরলে এই বয়সেই ঘোষণা করলেন অবসরের। কী আর করবেন। ক্রমাগত ইনজুরির সঙ্গে লড়াই তিনি আর পেরে উঠছেন না। তাই ফুটবলকে বিদায়ই জানালেন।

ব্রাজিল বিশ্বকাপে শেষ সময়ে গোল করে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতে জার্মানি। ওই বিশ্বকাপে গোল করে নায়ক হয়ে যান মারিও গোৎসে। আর ফাইনালের দ্বিতীয় নায়ক ছিলেন আন্দ্রে শুরলে। কারণ জার্মান এই উইঙ্গার দিয়েছিলেন অসাধারণ এক ক্রস। যা ধরে গোৎসে গোল করেছিলেন।

জার্মানির হয়ে ৫৭ ম্যাচে ২২ গোল করা এই ফুটবলার বলেছেন, ‘আপনাদের জানাচ্ছি যে, পেশাদার ফুটবল থেকে আমি সরে দাঁড়াচ্ছি। ভক্তদের থেকে আমি যতটা ভালোবাসা প্রত্যাশা করেছি তার চেয়েও বেশি পেয়েছি। সবাইকে ধন্যবাদ। এই অবসর নিশ্চয় আমরা সামনে অপেক্ষা করা নতুন দুয়ার খুলে দেবে।’

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন