ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত হয়ে গেল এশিয়া কাপ

সম্প্রতি করোনার বর্তমান পরিস্থিতির কারণে একের পর এক সিরিজ পিছিয়ে যাওয়ার মিছিলে কেবল এশিয়া কাপ নিয়েই সামান্য আশার আলো ছিল। কিন্তু সেটিও করোনার কারণে স্থগিত হয়ে গেল এবারের এশিয়া কাপ।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এবারের এশিয়া কাপের আসর। আজ বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়া। এই আসর এখন আগামী জুনে আয়োজন করা হবে বলে জানিয়েছে এসিসি।

এসিসির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজনে এসিসি বোর্ডের আগ্রহ থাকলেও নানা দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা, কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা, স্বাস্থ্য ঝুঁকি, সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা, ইত্যাদি বিভিন্ন বাস্তবতা বিবেচনা করে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের আসরের আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে এসিসি জানিয়েছে, শ্রীলঙ্কার সাথে তারা বদল করেছে আয়োজনের অধিকার। আগামী বছর এশিয়া কাপ তাই হবে শ্রীলঙ্কায়,  এবং ২০২২ সালের আসরের আয়োজক দেশ পাকিস্তান।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন