শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে জেএসএসের দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৬

বান্দরবানের বাগমারায় পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তির (জেএসএস) মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময়ের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭ টার দিকে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে এই গু‌লি বিনিময় হয়। এ সময় ‌জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ৬ জন ‌নিহত হ‌য়। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছে আ‌রও ৩ জন। ত‌বে হতাহতদের নাম এখ‌নও জানা যায়‌নি।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার জানিয়েছেন, সকাল সাতটার দিকে এই সংঘর্ষের খবর পান তারা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।ঘটনা স্থলে সেনাবাহিনীর কর্মকর্তারা ও পুলিশ ফোর্সও রয়েছেন।

প্রাথমিকভাবে পাওয়া সূত্রে নিহতরা হলেন, জেএসএস সংস্কার এর জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য মিলন চাকমা, ডে‌বিট বাবু,  জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা। যদিও পুলিশ নিহতদের নাম নিশ্চিত করতে পারেনি।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  বাজারের খরচে পকেট ফাঁকা

সংবাদটি শেয়ার করুন