গত ২০ জুন (শনিবার) বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিলেন। এর পর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। গেল তিন দিনে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে এই মহামারি ভাইরাস শুধু মাশরাফিতেই থেমে নেই বরং ছড়িয়েছে তার পরিবারের সদস্যদের শরীরেও।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা বলেন, আমারও করোনা পজিটিভ এসেছে। আমিও বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। এখন শরীরে হালকা জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই।
এদিকে মাশরাফির করোনা পজিটিভ আসার পর তার দুই সন্তান সাহেল ও হুমায়রাকে নড়াইলে তাদের মামা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে গত পরশু। গতকাল সোমবার তাদের করোনা টেস্ট করালে ফলাফল নেগেটিভ আসে। একই সঙ্গে কোভিড ১৯ নেগেটিভ আসে তার মা ও বাবার।
আনন্দবাজার/এম.কে