ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনও আশাবাদী অস্ট্রেলিয়া

প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য স্থবির হয়ে পড়ে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। অনেক আন্তর্জাতিক ইভেন্টও স্থগিত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারে আসর হবে কিনা প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সীমিত ওভারের এই বৈশ্বিক টুর্নামেন্টের ভাগ্য আপাতত মূলতবি রেখেছে। 

কিন্তু শুক্রবার অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী রিচার্ড কোলব্যাক বলেছেন, তারা এখনো আশাবাদী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে।

টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী কোলব্যাক বলেন, ফেডারেল সরকার এখনো টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করছে। দেশের করোনা ভাইরাস নিয়ে প্রতিক্রিয়া টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশা জাগিয়ে তুলছে।

এবার অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক। সীমিত ওভারের এই ক্রিকেট লড়াই ১৮ অক্টোবর শুরু হয়ে চলতো ১৫ নভেম্বর পযর্ন্ত। কিন্তু করোনা ভাইরাসের জন্য এখন শঙ্কার মুখে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন